আজ ইডি দপ্তরে হাজিরা দিলেন আরামবাগের বিধায়ক অপরূপা পোদ্দার
নিউজ ব্যুরো :২০১৬-র বিধানসভা নির্বাচনের আগে কলকাতার বিজেপি অফিস থেকে নারদার প্রকাশিত ভিডিওতে দেখা গিয়েছিলো যে, নারদ কর্তা ম্যাথু স্যামুয়েল টাকা দিচ্ছেন অপরূপা পোদ্দারকে। খানাকুলের ঘোষপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান ইলিয়াস চৌধুরীর বাড়িতে বসেই অপরূপা পোদ্দারকে টাকা নিতে দেখা গিয়েছিল নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে । জানা গেছে,ইডি আধিকারিকরা অপরূপা পোদ্দারের সঙ্গে ম্যাথু স্যামুয়েলের পরিচয় কী ভাবে তা জানতে চান । নারদ কর্তার কাছ থেকে টাকা নিয়ে তিনি কোন কাজে লাগিয়েছেন, সেই প্রশ্নও করেন ইডি আধিকারিকরা।।সিবিআই আধিকারিকরা বুধবার দুপুরে সেই বাড়িতেই যান । নেতৃত্বে ছিলেন সিবিআই কর্তা রণজিৎ সিং।অপরূপার স্বামী শাকির আলিও ওই বাড়িতে যান। সিবিআই আধিকারিকরা বাড়ির সব কিছু খতিয়ে দেখে বাড়ির বেশ কিছু অংশের ছবিও তোলেন । যে ঘরে বসে টাকা নেওয়া হয়েছিল বলে অভিযোগ, সেই ঘরের কিছু পরিবর্তন করা হয়েছে বলে জানা যায় । সূত্রের খবর, ইলিয়াস ঘরের পরিবর্তননের কথা স্বীকার করে নিলেও, তিনি জানান যে, তাঁর বাড়িতে বসে টাকা নেওয়ার কথা তিনি জানেন না। প্রসঙ্গত ,তিনি এপ্রিল মাসে নারদকাণ্ডে সিবিআই-এর করা এফআইআর খারিজের মামলা করেছিলেন ।