বৃহস্পতিবার দুপুরে নারদকাণ্ডের তদন্তে মদন মিত্রের ফ্ল্যাটে গেলেন সিবিআই আধিকারিকরা

বৃহস্পতিবার দুপুরে নারদকাণ্ডের তদন্তে মদন মিত্রের ফ্ল্যাটে গেলেন সিবিআই আধিকারিকরা

 আমি নির্দোষ, তাই, তদন্তে সবরকম  সহযোগিতা করতে প্রস্তুত : মদন মিত্র 
দক্ষিণেশ্বর, ৫ অক্টোবর : বৃহস্পতিবার দুপুরে নারদকাণ্ডের তদন্তে মদন মিত্রের ফ্ল্যাটে গেলেন সিবিআই আধিকারিকরা। দুপুর দেড়টা নাগাদ মদনবাবুর দক্ষিণেশ্বরের ফ্ল্যাটে যান পাঁচ সদস্যের এক তদন্তকারী দল। তাঁরা টাকা নেওয়ার ঘটনার পুনর্নির্মাণ করার পাশাপাশি ওইদিন ম্যাথু স্যামুয়েল যে লিফট ও লবি ব্যবহার করেছিলেন তারও  ছবি তোলেন । প্রায় ঘণ্টা দেড়েক কথা বলেন মদনবাবুর সঙ্গে ।
এমনিতে লক্ষ্মীপুজো উপলক্ষ্যে আজ তাঁর দক্ষিণেশ্বরের ফ্ল্যাটে  প্রায় হাজার খানেক অনুগামী এসেছিলেন।সিবিআই আধিকারিকরা তার মাঝেই দুপুরে  উপস্থিত হন । মদন মিত্র জানান , ওনারা ফোন করার পরেই আজ দুপুরে তাঁর এই ফ্ল্যাটে এসেছিলেন।তিনি  নির্দোষ, তাই তিনি  তদন্তে সবরকম  সহযোগিতা করতে প্রস্তুত। আজ সিবিআই আধিকারিকরা যখন এসেছিলেন সেই সময় তাঁর  ঘরে হাজারেরও বেশি অনুগামী ছিলেন। তবে, তার ফাঁকেই ওনাদের সঙ্গে কথা হয়েছে। ওনাদের কিছু প্রশ্ন ছিল, সেগুলো নিয়ে কথা হয়েছে। আগামীদিনে ডাকলেও তদন্তে সহযোগিতা করবেন বলে জানান মদন মিত্র ।