গুরগাঁওয়ের মারুতি সুজুকি'র গাড়ির কারখানার একটি বিভাগে চিতাবাঘ ঢুকে পড়ার ঘটনায় হইচই
গুরগাঁও :বৃহস্পতিবার ভোর ৪টা নাগাদ গুরগাঁওয়ের মানেসার এলাকায় অবস্থিত মারুতি সুজুকবির কারখানায় একটি চিতা বাঘকে কারখানার ইঞ্জিন বিভাগে ঘুরতে দেখা যায়।
সেই সময় কারখানায় শুধুমাত্র নিরাপত্তাকর্মী ও পরিবহন বিভাগের কর্মীরাই ছিলেন।
কারখানার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে যে চিতা বাঘটি সেখানে ঘুরে বেড়াচ্ছে।
পুলিশ জানিয়েছে, বন বিভাগের কর্মকর্তা ও পুলিশ একসাথে কারখানা এলাকাটি ঘেরাও করে চিতা বাঘটিকে উদ্ধারে অভিযান শুরু করে।
শেষ পর্যন্ত তারা চিতাবাঘটিকে খুঁজে বের করতে সক্ষম হয় ।
গুরগাঁও থেকে ৩০ কিলোমিটার দূরের এলাকার একটি বাড়িতেও গত এপ্রিল মাসেএকটি চিতাবাঘ ঢুকে পড়ে এবং সেসময় চিতার হামলায় পাঁচজন আহত হয়েছিল ।