ফের বিনা প্ররোচনায় পাকিস্তান সেনা নিয়ন্ত্রণরেখা বরাবর হামলা চালা

ফের বিনা প্ররোচনায় পাকিস্তান সেনা নিয়ন্ত্রণরেখা বরাবর হামলা চালা

পুঞ্চ, ৫ অক্টোবর : ফের বিনা প্ররোচনায় পাকিস্তান সেনা নিয়ন্ত্রণরেখা বরাবর হামলা চালাল । মাঝরাতের পর থেকে শুরু করে গুলি বর্ষণ। হামলা চালায় জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার দিগওয়ার সেক্টরে। প্রত্যুত্তরে ভারতীয় সেনাও কড়া জবাব দেয়।তবে, হতাহতের কোনও খবর নেই ।
গতকালও দিগওয়ার সেক্টরে হামলা চালিয়ে ছিলো পাক সেনা । ছোড়ে গুলি, মর্টার শেল, অটোমেটিকস। এই নিয়ে পাক সেনা  গত ৪৮ ঘণ্টায় ভারতীয় সীমানা লক্ষ্য করে পাঁচবার হামলা চালাল ।