৩০ কোটি টাকার বাজেটে উত্তরপ্রদেশের মিরাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্মানে একটি বিশাল মন্দির নির্মীত হবে
মন্দিরটি মিরাটের সার্ধনা এলাকায় নির্মীত হবে। মোদির ১০০ ফুট লম্বা একটি মূর্তি বসানো হবে মন্দিরের ভেতরে ।
জে পি সিং বলেন, দীর্ঘদিন ধরে তিনি নরেন্দ্র মোদির নীতি আদর্শ পছন্দ করেন কিম্তু এতদিন চাকরির কারণে তাঁর জন্য কিছু করতে পারেননি।