দার্জিলিং-এ প্রবল বিরোধিতার মুখে পড়লেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ
নিউজ ডেস্ক,৫ অক্টোবর : বৃহস্পতিবার দার্জিলিং-এ প্রবল বিরোধিতার মুখে পড়লেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন দার্জিলিং-এ একটি সভায় বক্তব্য রাখার সময়ে পাহাড়ের বিভিন্ন দলের সমর্থকদের প্রবল বিক্ষোভের মুখে পড়েন তিনি। বিক্ষোভকারীরা তাঁকে বক্তব্য রাখতেই দেয়নি।দেখানো হয় কালো পতাকা সঙ্গে সমস্বরে গো ব্যাক ধ্বনি প্রতিধ্বনিত হতে থাকে।কিছু বলার চেষ্টা করলেও সফল হননি দিলীপবাবু।প্রায় আদ ঘন্টা এভাবে চলার পর অবস্থা প্রায় হাতের বাইরে যাওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়।এরপর সভা বাতিল করে বেরিয়ে যান তিনি।দিলীপ ঘোষ পাহাড়ে যাওয়ার শুরু থেকেই কড়া ভাষায় বিনয় তামাংয়ের বিরোধিতা করে আসছিলেন। সভাস্থলের বাইরে বিজেপি কর্মীদের ব্যাপক মারধর করা হয়।দিলীপ ঘোষের সামনেই এদিন বিজেপিকর্মীদের মারধরের ঘটনা ঘটে। পরে দিলীপবাবু প্রহৃত কর্মীদের নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর আরও অভিযোগ, মারধরের ঘটনার সময় প্রশাসনের তরফে কোনও সাহায্য বিজেপিকর্মীরা পাননি।