বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সর্দার সরোবর বাঁধের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সর্দার সরোবর বাঁধের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক:  রবিবার সাকলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সর্দার সরোবর বাঁধের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ তাঁর জন্মদিন তিনি ৬৮ তে পা দিলেন।আর,এই বাঁধটি তৈরিতে সময় লেগেছে ৫৬ বছর ।আজ তিনি গান্ধীনগরে মা হীরাবেনের কাছে আশীর্বাদ নিয়ে সড়ক পথে আহমেদাবাদের কাভাডিয়া যান। যেখানে ১৯৬১ সালের ৫ এপ্রিল তৎকালীন প্রধানমন্ত্রী জওহর লাল নেহরু এই জলাধারটির ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন। মাঝেমধ্যেই  বিতর্ক দানা বেঁধেছে এই বাঁধকে ঘিরে। কিম্তু , বাতিল হয়নি এই প্রকল্প। জওহরলাল নেহরুর শিলান্যাস করা এই প্রকল্প অবশেষে মুক্তির আলো দেখল নরেন্দ্র মোদির হাত ধরে। 
<="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">১৯৬১ সালের শিলান্যাস হওয়া এই বাঁধ নিয়ে রাজনীতি বিতর্ক, মামলা, কম হয়নি। ১৯৮৭ সালে এর নির্মাণকাজ শুরু হলেও একের পর এক বিতর্কে জড়িয়ে যায় প্রকল্পটি। সমাজকর্মী মেধা পাটকরের নেতৃত্বে নর্মদা বাঁচাও আন্দোলনের জেরে ১৯৯৬-এ পুরোপুরিই বন্ধ হয়ে যায় বাঁধটির নির্মাণের কাজ।চার বছর পরে সুপ্রিম কোর্টের নির্দেশেই ফের শুরু হয় কাজ। প্রধানমন্ত্রী বলেন, এই জলাধারের জন্য লক্ষাধিক কৃষক উপকৃত হবেন। প্রায় ৯ হাজার গ্রামে ক্যানাল মারফত জল পৌঁছে যাবে।