দেশের মাটিতে প্রথম বুলেট ট্রেন প্রকল্প

দেশের মাটিতে প্রথম বুলেট ট্রেন প্রকল্প

 শিল্যান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জাপানের প্রধানমন্ত্রী শিনজ়ো অ্যাবে
আহমেদাবাদ, ১৪ সেপ্টেম্বর : সবরমতী রেল স্টেশনে দেশের মাটিতে প্রথম বুলেট ট্রেন প্রকল্পের শিল্যান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জাপানের প্রধানমন্ত্রী শিনজ়ো অ্যাবে।   ৫ বছর ব্যপী এই প্রোজেক্টে প্রতি বছরের জন্য ২০ হাজার কোটি টাকা করে বরাদ্দ করা হয়েছে। মোট বরাদ্দ হয়েছে ১ লক্ষ ১০ হাজার কোটি টাকা।খরচের ৮১ শতাংশই দেবে জাপান। বেশিরভাগ সরঞ্জাম ভারতেই তৈরি করা হবে। এর পাশাপাশি ভারতীয় রেল কর্মচারীদের বুলেট ট্রেনের ব্যাপারে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাবও দিয়েছে জাপান সরকার। তবে বুলেট ট্রেন নির্মাণ ব্যয়সাপেক্ষ হলেও ভাড়ার ক্ষেত্রে খুব একটা তারতম্য হবে না বলেই ধারণা। এই প্রোজেক্টে কমপক্ষে ১৫ লাখ  মানুষের কর্মসংস্থানের সুযোগ হওয়ার ব্যাপারে আশাবাদী সরকার। এরমধ্যে ১৬হাজার মানুষকে চুক্তিভিত্তিকে নিয়োগ করা হবে বলেই জানা গেছে ।জানা গেছে , প্রাথমিকভাবে এই ট্রেনে ১০টি কামরা থাকবে । একসঙ্গে ৭৫০ জন যাত্রী যাতায়াত করতে পারবেন । পরে কামরার সংখ্যা বাড়িয়ে ১৬ করা হবে।