শিক্ষিকা মেয়ের বিরুদ্ধে অসহায় বৃদ্ধা মাকে মারার অভিযোগ।

শিক্ষিকা মেয়ের বিরুদ্ধে অসহায় বৃদ্ধা মাকে মারার অভিযোগ।

কলকাতা: ৭০ বছরের বৃদ্ধা সবিতা বসু রায় তাঁর শিক্ষিকা মেয়ে দেবযানী শীলের কাছে সম্পত্তি বিবাদ নিয়ে মার্ খান। ঢাকুরিয়ার দেবযানী শীল তাঁর বাড়ির নিচে একটি স্কুল চালাতেন। এখন গোটা বাড়িটাই দাবী করে বসেছেন। এই নিয়েই বিবাদ মায়ের সাথে। তাঁকে মারতেও বাকি রাখেননি সেই শিক্ষিকা। প্রাণের ভয় তিনি নিজেকে এক ঘরে গৃহবন্দী করে রেখেছেন। লেক থানাতে অভিযোগ জানানোর পরেও পুলিশ প্রশাসন তাঁর পাশে দাঁড়ায়নি বলে বক্তব্য সেই বৃদ্ধার। তাঁর মেয়ে দেবযানী শীলের বক্তব্য যে তাঁর মা মানসিক রোগী ও পুরোটাই পারিবারিক বিবাদ। সেই বৃদ্ধার একটাই প্রশ্ন যে তাঁর মেয়ে সব পাবে জেনেও তাঁর সাথে এমন আচরণ কেন করছেন।