চলন্ত বাসে দুষ্কৃতীদের হামলা।
দেশপ্রিয় পার্ক এলাকায় চলন্ত বাস থেকে মারধরের পর বাস থেকে ছুড়ে ফেলা হয় এক মহিলা ও তাঁর মেয়েকে। গতকাল রাতে এই ঘটনাটি ঘটে দেশপ্রিয় পার্ক এলাকায়।
3C/1 রুটের এক বাসে প্রায় আট-দশজন যুবক উঠে নিজেদের মধ্যে মার্ দাঙ্গা ও গন্ডগোল করে। বাস কন্ডাক্টরের ব্যাগ ধরেও টানাটানি করে। ওই বাসেরই এক আরোহী ও তাঁর মেয়ে তার প্রতিবাদ করে তাঁদের বেধড়ক মারধর ও গালিগালাছ করা হয়। সঙ্গে হুমকিও দেয় তাঁদের।
রাশবিহারী মোড়ের কাছে নেমে চপোট দেয় ওই অভিযুক্ত যুবকরা।