বিজেপিতে পা বাড়িয়ে থাকা বিদ্রোহীদের তৃণমূলে কোন জায়গা নেই, জানান মমতা।

বিজেপিতে পা বাড়িয়ে থাকা বিদ্রোহীদের তৃণমূলে কোন জায়গা নেই, জানান মমতা।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সাংসদ, নেতা ও দলকর্মীদের সাবধান করলেন। বললেন দুই নৌকায় পা দিয়ে চলা তৃণমূল কর্মী ও নেতাদের তৃণমূলে কোন জায়গা নেই। দলের দরজা খোলাই আছে। বিজেপির সাথে যোগাযোগ রাখা তৃণমূলীদের কোন জায়গা নেই এই দলে এবং তাঁরা চাইলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন।
  পঞ্চায়েত ভোটের মুখে কোর কমিটির বৈঠকে পশ্চিম বাংলার মুখমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের এই সতর্ক বার্তা। পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে এই কোর কমিটির বৈঠকে তাঁর কণ্ঠ থেকে ঝরে পড়ছে চরম আত্মবিশ্বাস। দলের নেতাদের সতর্ক বার্তা পৌঁছানোর পাশাপাশি তিনি বিজেপি সম্পর্কে তাঁর অভিমতও ও ব্যক্ত করেন। মুক্ষমন্ত্রীর বিশ্বাস যে পঞ্চায়েত ভোটের পরেই নরেন্দ্র মোদির দল বাংলা থেকে বিদায়-বার্তা পেয়ে যাবে।
  মমতা তৃণমূলীদের জানান যে দলের সমস্ত খবর তাঁর কাছে আসে, এমন কিছুই নেই যার ব্যাপারে তিনি জ্ঞানাতীত। তিনি চরম জোরের সাথে সকল দলীয় কর্মীদের জানান যে তিনি যেমন দলীয় সংঘর্ষ সহ্য করবেন না তেমনি ভাবে তিনি দুই নৌকায় পা রেখে চলা তৃণমূলীদের মানবেন না। তৃণমূল কংগ্রেসে থেকে দলের কারোর অন্য কোন দলের সাথে গোপনে যোগাযোগ রাখা তিনি কোন মতেই মানবেন না। সেই সমস্ত নেতাদের জন্য দলের দরজা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দোপাধ্যায়।