ডেরা সাচ্চা সৌদার কেন্দ্রস্থলে পাওয়া গেল কঙ্কালও।

ডেরা সাচ্চা সৌদার কেন্দ্রস্থলে পাওয়া গেল কঙ্কালও।

হরিয়ানার শীর্ষ শহরের কাছে ডি এস এস কেন্দ্রস্থলে অনুসন্ধান ও স্বাস্থব্যবস্থা অপারেশন চালানোর অনুমতি পাঞ্জাব ও হরিয়ানার হাইকোর্টের থেকে পাওয়ার পর শুরু করা হয়। ডি এস এস এর মুখপাত্র 'সাচ কাহোঁ' বলে সংবাদ পত্রিকাটি বৃহস্পতিবারে স্বীকার করে যে তাদের কেন্দ্রস্থলের মাটিতে মানুষের কংকাল পোঁতা আছে। আর সেই কঙ্কালগুলির ওপর দিয়ে গাছ পুঁতে দেওয়া হয়েছে। ধার্মিক সংগঠনটির ধার্মিক নেতার নির্দেশ অনুযায়ী এমন এক কাণ্ড করেন তাঁর অনুগামীরা। কারণ নদীতে ভাসিয়ে নদী দূষিত করার থেকে ডি এস এস এর মৃত অনুগামীদের শরীর কেন্দ্রস্থলে দান করা অনেক ভালো। গুরমিত রাম রাহিম সিংহ এই বলে তাঁর অনুগামীদের উৎসাহিত করতেন। কিন্তু এই সংগঠনটির প্রাক্তন অনুগামীদের কথায় যারা ডি এস এস এর প্রধান গুরমিত রাম রহিম সিংহ ইনসানের বিরুদ্ধে কিছু বলতেন বা করার চেষ্টা করতেন তখন তাঁদেরকে খুন করে ডেরার ওই ৭০ একর জমিতে পুঁতে দিতেন।