উত্তরপ্রদেশে হাওড়া থেকে জব্বলপুর যাওয়ার শক্তিপুঞ্জ এক্সপ্রেস লাইনচ্যুত হল।

উত্তরপ্রদেশে হাওড়া থেকে জব্বলপুর যাওয়ার শক্তিপুঞ্জ এক্সপ্রেস লাইনচ্যুত হল।

০৭.০৯.২০১৭, শোনভদ্রা:  বৃহস্পতিবার সকাল ছটা নাগাদ উত্তরপ্রদেশের শোনভদ্রা জেলায় ফের লাইনচ্যুত হল শক্তিপুঞ্জ এক্সপ্রেসের ৭ টি কামরা। সৌভাজ্ঞবশত দুর্ঘটনায় কেউই আহত হননি। ট্রেন লাইনে ফাঁটল ছিল বলে দাবি স্থানীয় বাসিন্দার যদিও এব্যাপারে রেলের তরফ থেকে কিছু এখনো পর্যন্ত নিশ্চিত করা হয়নি। 


  দুর্ঘটনার পরেই রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে যান ও যাত্রীদের যাত্রার জন্য অন্য ট্রেনের ব্যবস্থা করা হয়। 

  এই নিয়ে এটা ২০১৭ সালের অষ্টমতম রেল দুর্ঘটনা।