গুরমিত রাম রহিম সিংহ ইনসানের জেলখানায় পরিদর্শকের তালিকায় হানিপ্রীততো আছেনিই, সঙ্গে আছে আরো ৯ জন, নেই শুধু রাম রহিমের স্ত্রী হারজীৎ কাউর।
গুরমিত রাম রাহিম সিংহ ইনসানের জেলখানার পরিদর্শক তালিকাতে তাঁর স্ত্রী হারজিত কৌর বাদে আছেন বাকি সকলেই, সাথে হানিপ্রীত ইনসানও। সুনারিয়া কারাদণ্ডের আধিকারিকদের হাতে ধৃত রাম রাহিম দেন সেই দশটি নামের তালিকাটা জেটিতে আছে তাঁর দত্তক নেওয়া কন্যা হানিপ্রিত ইনসান সহ তাঁর মা নাসিব কৌর, পুত্র জাসমিত ইনসান, পুত্রবধূ হুসানপ্রীত ইনসান, তাঁর কন্যাগন অমরপ্রীত ও চরণপ্রীত ও তাঁদের স্বামী শান-এ-মীত ও রূহ-এ-মীত, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা চেয়ারপারসন বিপাসনা ও দান সিংহ নামে এক পুরোনো বিশ্বাসযোগ্য ব্যক্তি কিন্তু ছিলেন না তাঁর স্ত্রী হারজিত কৌর।
হানিপ্রীত ইনসান এই মুহূর্তে পলাতক, কিন্তু সন্দেহ করা হচ্ছে তিনি নেপালের দিকে পালিয়েছেন। তাই তিনি দেশ ছেড়ে পালানোর আগেই হরিয়ানা পুলিশ কর্তারা তাঁকে হেফাজতে আনার পরিকল্পনা করে সেইদিকেই রওনা দেন।