ফাররুখাবাদের জেলা হাসপাতালে ৪৯ টি শিশুর অস্বাভাবিক মৃত্যু।
০৪.০৯.২০১৭, ফাররুখাবাদ: উত্তর প্রদেশের ফাররুখাবাদ জেলার ডাঃ রাম মনোহর লোহিয়া হাসপাতালে গত এক মাসের মধ্যে ৪৯ টি শিশুর মৃত্যু হয়। স্থানীয় কোটওয়ালি থানায় শহরের ম্যাজিস্ট্রেট জইনেন্দ্র কুমার জৈন হাসপাতালে অক্সিজেনের কম সরবারহের অভিযোগ জানান। যদিও রাজ্য স্বাস্থ বিভাগ কঠোরভাবে তাঁর বিবৃতির বিরোধিতা করে। যৌথ প্রেস কনফারেন্সে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিভাগের প্রধান সচিব প্রশান্ত ত্রিবেদী ও তথ্য বিভাগের প্রধান সচিব অভিনিশ অবস্থি দাবি করেন যে শিশুদের মৃত্যু অক্সিজেনের কারণে হয়নি। স্বাস্থ বিভাগের মহাপরিচালক জানান এই মঙ্গলবারে এক অভিজ্ঞ টেকনিকাল টিম ঘটনাটিকে খুঁটিয়ে তদন্ত করতে আসবে। তাঁদের তদন্ত অনুযায়ী আধিকারিক ও ডাক্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।