গৃহবধূকে টাকার জন্য বিষ খাইয়ে খুন।

গৃহবধূকে টাকার জন্য বিষ খাইয়ে খুন।

ময়নাগুড়ি, ৪ সেপ্টেম্বর: গৃহবধূ খুনের অভিযোগে ময়নাগুড়ি থানার পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত স্বামী, জবেদুল হক ও দেওর, জরিফুল হককে। অভিযুক্ত শশুর আহিদ মহম্মদ ও শাশুড়ি জরিনা খাতুন যদিও এখন পলাতক, কিন্তু তাদেরও তল্লাশি চলছে। 

  রবিবার ময়নাগুড়ি ব্লকের সাপটিবাড়ির এক গ্রহবধূ রুনা বেগমকে টাকার জন্য খুন করে তাঁর শশুর বাড়ির অভিযুক্ত ৪ সদস্য যার মধ্যে ২ জন অর্থাৎ তাঁর স্বামী ও দেয়ার পুলিশের হেফাজতে ও বাকি দুজন অর্থাৎ তাঁর শশুর ও শাশুড়ি এখনো পলাতক।