উত্তরবঙ্গে শেষ পর্যন্ত শুরু হলো রেল পরিষেবা।

উত্তরবঙ্গে শেষ পর্যন্ত শুরু হলো রেল পরিষেবা।

রায়গঞ্জ, ৩ সেপ্টেম্বর: উত্তরবঙ্গে ২৩ দিন রেল পরিষেবা বর্ষার জন্য স্তব্ধ থাকার পর ৩ সেপ্টেম্বর থেকে শেষ পর্যন্ত আবার সক্রিয় হয়ে উঠলো ট্রেনগুলি। অস্বাভাবিক বৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েগেছিল রেললাইন। সুধানী ব্রিজের নিচ থেকে মাটি পর্যন্ত খসে পড়েছিল যার ফলে রেল পরিষেবা গোটা এলাকায় বন্ধ থাকে ও উত্তর পূর্ব ভারতের সাথে গোটা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেনাবাহিনীর সাহায্যে যুদ্ধকালীন ততপরতার সঙ্গে রেললাইন মেরামত করা হয়। 
  রেললাইন মেরামতির পর উত্তরবঙ্গ ও অসম থেকে গতকাল দুটো ট্রেন ছাড়ল, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসও চলতে শুরু করে গুয়াহাটি থেকে। উত্তর পূর্ব সীমান্ত রেলের মূখ্য জনসংযোগ আধিকারিক প্রণব জোত্যি শর্মা জানান যে রাজধানী ও কামরূপ এক্সপ্রেসও চলতে শুরু করেছে, তবে ৪ ই সেপ্টেম্বর থেকে চলবে সমস্ত ট্রেন।