বিশ্বভারতী ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ, ক্ষিপ্ত পড়ুয়ারা।

বিশ্বভারতী ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ, ক্ষিপ্ত পড়ুয়ারা।

ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগকে ঘিরে রাতভর ক্যাম্পাসে বিক্ষোভ পড়ুয়াদের। তাদের বিরুদ্ধে আধিকারিক ও নিরাপত্তারক্ষীদেরকেও মারধরের অভিযোগ উঠেছে। 

  রবিবার রাতে শ্রীনিকেতনের কাশিসায়র হোস্টেলে যাওয়ার পথে বিশ্বভারতীর দুই ছাত্রীকে মোটরবাইকে দুই যুবক শ্লীলতাহানি করে বলে অভিযোগ। ঘটনার পরেই বিশ্বভারতীর পড়ুয়ারা নিরাপত্তা আধিকারিকের অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং তাঁকে মারধরও করা হয় বলে অভিযোগ। বর্তমানে তিনি বর্ধমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন।