ভারতীয় রেলের যাত্রীদের সত্যিই মানুষ বলে কোন গন্য করা হয় না।

ভারতীয় রেলের যাত্রীদের সত্যিই মানুষ বলে কোন গন্য করা হয় না।

গত মঙ্গলবার অর্থাৎ ২৯ শে আগস্ট বেঙ্গালুরু থেকে হাওড়া লাইনের এস বি সি-হাওড়া এক্সপ্রেসের এই শোচনীয় অবস্থ্যা দেখে যাত্রীদের নিদ্রা আহার দুটোই উড়ে যাওয়ার জোগাড়। 

  ভারতীয় রেলের শুধু যে মাটি থেকে খাবার তুলে প্যাকেট করে সার্ভ করার সুনাম আছে তা নয়, এর সাথে এবার যোগ হয়েছে ট্রেনের মধ্যে ইঁদুর, আরশোলা আর ছারপোকাও। 
  হ্যাঁ, এই ২৬ টি বগির এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটে যাতায়াত করছে এরাও। যাত্রীদের অভিযোগ রাতের বেলায় শোয়ার সময় তাদের মাথার মধ্যে দিয়ে ছোট ছোট আরশোলা ও ছারপোকা চলা ফেরা করে। তার থেকে মুক্তি পাওয়ার জন্য তাই অধিকাংশ যাত্রীরা পুরো চাদর মুড়ি দিয়ে শুয়ে রাত কাটানোর চেষ্টা করেন। না ঘুমিয়ে জেগে থাকলে মাঝে মাঝে গনেশজির বাহনেরও দর্শন পাওয়া যায়। ০২৫২৩ নম্বরের এই ট্রেনে স্লিপার কোচ থেকে এ সি কোচ পর্যন্ত একই উপদ্রব।
  এগুলি ট্রেনে থাকবে নাই বা কেন, ওই ট্রেনে কোনো ঝাড়ুদার পর্যন্ত ছিল না যে সময় সময়ে এসে পরিষ্কার করে দেবে, যার ফলে ট্রেনের অধিকাংশ শৌচালয়ও ব্যবহারের অযোগ্য হয়ে ওঠে। 
  পরিচারকরা ছিলেন কিন্তু তেনারা সকলেই ট্রেনের প্রবেশ প্রস্থানের পাশের খাটিয়াতে নিজেদের নিদ্রা পূরণ করতে ব্যস্ত ছিলেন, কারোর ডাকে তাদের কোন সারা নেই। 
  সর্বসমেত এই ট্রেনের যাত্রার অভিজ্ঞতাটা যেন প্রকৃত ভাষায় দুঃস্বপ্ন।