জেলাশাসককে প্রেমের প্রস্তাব শ্রীঘরে ইঞ্জিনিয়র

জেলাশাসককে প্রেমের প্রস্তাব শ্রীঘরে ইঞ্জিনিয়র

জলপাইগুড়ি, ৩১ অগাস্ট : জলপাইগুড়ির পি ডব্লিউ ডি দপ্তরের এক ইঞ্জিনিয়র মহিলা জেলাশাসককে প্রেমের প্রস্তাব দিয়ে গেলেন শ্রীঘরে । চল্লিশ বছরের আসানুল আজ়াদের  বাড়ি হাওড়ায় । তিনি ইলেক্ট্রিকাল ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়র। অভিযোগ, জলপাইগুড়ির জেলাশাসক রচনা ভগতকে বেশ কিছুদিন ধরেই ফোন করে বিরক্ত করছিলেন ওই ইঞ্জিনিয়র। যখন তখন ফোন করে ওই মহিলা IAS আধিকারিকের সঙ্গে দুর্ব্যবহার করে চলেছিলেন তিনি।ফলে,ধৈর্যের সীমা পেরিয়ে যায় জেলাশাসকের এবং তিনি আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হন  হন বলেই সূত্রের খবর । এই ঘটনায় জেলাশাসকের তরফে জলপাইগুড়ি থানাতে অভিযোগ দায়ের করা হয় ।অভিযুক্ত ইঞ্জিনিয়রকে গ্রেপ্তার করে পুলিশ।  জানা গেছে, ওই ইঞ্জিনিয়র একাই  থাকতেন। অফিসেও কারও সঙ্গে তেমনভাবে কথা বলতেন না তিনি । গ্রেপ্তারের পর জলপাইগুড়ি আদালতের নির্দেশে তাঁর ডাক্তারি পরীক্ষা করানো হলে ডাক্তার তাঁকে মানসিক ভারসাম্যহীন বলে চিহ্নিত করেছেন । বর্তমানে তিনি চিকিৎসাধীন। জলপাইগুড়ি পুলিশের কর্তারা  এই বিষয়ে কোনো মন্তব্য করতে নারাজ ।  তবে জেলাশাসক বলেন, “আমাকে ফোন করে ওই ইঞ্জিনিয়র বিরক্ত করছিলেন। প্রায় সময়েই ফোন করে উলটোপালটা কথা বলতেন। একটা সময় তা সীমা ছাড়িয়ে যায়। তাই বাধ্য হয়েই পুলিশে অভিযোগ দায়ের করি।”