‘পরী’ছবির শ্যুটিং সেটে দুর্ঘটনায় মারা গেলেন একজন
কলকাতা:লেদার কমপ্লেক্স থানার কালীতলায়,‘পরী’ছবির শ্যুটিং সেটে দুর্ঘটনায় মারা গেলেন একজন।মঙ্গলবার রাতে বিদ্যুৎপৃষ্ট হয়েই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে৷মৃত ব্যক্তি ছবির ইউনিটের লাইট বিভাগের সদস্য ছিলেন বলে জানা যাচ্ছে৷দুর্ঘটনার সময় সেই শ্যুটিং সেটেই উপস্থিত ছিলেন অনুষ্কা শর্মা এবং পরমব্রত চট্টোপাধ্যায় ৷উল্লেখ্য , বেশ কয়েকদিন ধরেই কলকাতা ও তার আশপাশের বিভিন্ন এলাকায় অনুষ্কা শর্মার ‘পরী’ ছবির শ্যুটিং চলছে। দুর্ঘটনার পর ছবির শ্যুটিং বন্ধ করে দেওয়া হয়৷ মৃত ব্যক্তির নাম আলম শাহ (৩০) ৷ তিনি মুম্বই থেকে শ্যুটিংয়ের জন্যই এসেছিলেন কলকাতায়৷ বাসন্তী হাইওয়েতে ভোজেরহাট পেরিয়ে বেশ কয়েকটি জায়গায় পরীর শ্যুটিং চলছিলো ।
মঙ্গলবার বিকেল চারটে নাগাদ শুরু হয় শ্যুটিং ৷সারা রাত চলার কথা ছিল ৷দুর্ঘটনাটি ঘটে রাত সোয়া আটটা নাগাদ৷ সেটের আলো নেভাতে গিয়েই দুর্ঘটনা বলে জানা গেছে৷ প্লাস দিয়ে বিদ্যুতের তার কাটতে গিয়েই বিপত্তি ৷প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আলম ভিজে রুমাল দিয়ে প্লাস ধরেছিলেন বলেই এই বিপত্তি৷
রাজারহাটের একটি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারেরা আলমকে মৃত বলে ঘোষণা করেন ৷অনুষ্কা 'ফিল্লৌরি’-র পর ফের নিজের প্রযোজনা সংস্থার ছবি বানাচ্ছেন৷ এই ছবির মুখ্য চরিত্রে তিনি অভিনয়ও করছেন৷সঙ্গীত পরিচালনায় আছেন অনুপম রায়। অনুষ্কা-পরম ছাড়াও ছবিতে আছেন -শান্তিলাল মুখোপাধ্যায়-ঋতাভরী চক্রবর্তীর মতো অভিনেতা-অভিনেত্রীরা।প্রথম থেকেই অবশ্য এই ছবির শ্যুটিংয়ে নানা বাধা-বিপত্তি ঘটে চলেছে৷বেতন বৃদ্ধির দাবিতে মুম্বই ফেডারেশন ধর্মঘট ডাকায়, কাজ করেননি মুম্বই থেকে আসা ছবির কলাকুশলীরা। এর জন্য ছবির শ্যুটিং বেশ কিছুদিনের জন্য বন্ধও রাখতে হয়৷ফের শুরু হলে এবার শ্যুটিং সেটেই টেকনিশিয়ানের মৃত্যুর খবর ঘটল ৷ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত কলকাতায় ছবির শ্যুটিং চলার কথা আছে৷