হিমাচলপ্রদেশের চম্বায় জেলায় বাস উলটে মৃত ২ আহত ২৫

হিমাচলপ্রদেশের চম্বায় জেলায় বাস উলটে মৃত ২ আহত ২৫

চম্বা  : হিমাচলপ্রদেশের চম্বায় জেলায় বাস উলটে মৃত্যু হল ২ জনের, আহত  ২৫ জন। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আজ ভোররাতে দুর্ঘটনাটি ঘটে।জানা গেছে, HRTC (হিমাচল রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন)-র বাসটি  ধর্মশালা যাচ্ছিল। বাসে ৪৫-৫০ জন যাত্রী ছিলেন। গতকাল সন্ধ্যায় ভরমোর থেকে বাসটি রওনা দেয়। আজ ভোরে চম্বায় বাসটি উলটে যায়। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে, চালক নিয়ন্ত্রণ হারানোর ফলেই বাসটি উলটে যায়। ঘটনাস্থানেই দু’জনের মৃত্যু হয় । মৃতদের নাম মাতম চন্দ্র ও বিজেন্দ্র চৌহান । দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় । তার মধ্যে ৭ জনকে কাঙ্গরা জেলার টান্ডা মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয় ।