প্রেমিক

প্রেমিক

প্রেমিক 
হরিসাধন জোয়ারদার 
সুবর্ণ নদীর ধারে আমি একা 
ধূ ধূ বালুচর 
সামনে সমুদ্র মেটে জ্যোৎস্নায় স্নাত 

ওপারের হাতছানি 
ভেঙ্গে দিয়েছে মধ্যরাতের ঘুম 
আমার প্রেমিকা অপেক্ষমান একা 
সার্শী র কাঁচের আড়ালে 
আমাকে যেতে হবে ।

উজ্জ্বল আলোর শোভা আকাশের কোনে 
সৌখিন জগৎ সাজানো আমাকে ঘিরে 
আলোর আহ্বানে দিতে হবে সাড়া 

দোটানায় জর্জরিত যাপন আমার 

আমাকে যেতে হবে , যেতেই হবে-

কখন কোথায় ?
কে জানে ।

অসুখ 
আনাস্বাদিত কোন সুখ 
মন ভার করে যেমন মেঘলা আকাশ ।

সমুদ্র সৈকতে কোন এক প্রসন্ন বিকেলে 
তোমার চেয়ে থাকা ,
মোছেনা \

জীবন দিয়েছে অগাধ সহজ সম্ভোগ 
আনুসঙ্গিক যতকিছু 
অথচ-
বিষণ্ণ মেঘ এসে আঁধার ঘনায় 
মাঝে মাঝে -