এবছর একাদশীতে বন্ধ থাকবে প্রতিমা বিসর্জন
এবছর একাদশীতে বন্ধ থাকবে প্রতিমা বিসর্জন
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবছরের দুর্গাপুজোর ভাসানের নির্ঘন্ট ঘোষণা করলেন ।এবছরও দশমীর পরের দিন মহরম থাকায়, ওই দিন ভাসান বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে।বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো উদ্যোক্তা, দমকল, পুলিশ কর্তাদের সভায় , প্রত্যেককে প্রতিটি বিষয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্দেশ দিলেন।এবছর পুজোর পঞ্চমী ২৫ সেপ্টেম্বর ও দশমী ৩০ সেপ্টেম্বর। দশমীতে সন্ধ্যা ছটা পর্যন্ত প্রতিমা বিসর্জন করা যাবে। পরের দিন অর্থাত্ ১ অক্টোবর মহরম হওয়ায় প্রতিমা বিসর্জন বন্ধ রাখা হবে। ২ অক্টোবর সকাল ১০ টা থেকে ফের শুরু হবে প্রতিমা বিসর্জন। ৫ অক্টোবরের মধ্যে প্রতিমা বিসর্জন শেষ করে খুলে ফেলতে হবে মণ্ডপ।