*ধর্মীয় গুরুর বিরুদ্ধে ধর্ষণ মামলার রায় আজ হরিয়াণা ও পাঞ্জাবে চরম সতর্কতা

*ধর্মীয় গুরুর বিরুদ্ধে ধর্ষণ মামলার রায় আজ হরিয়াণা ও পাঞ্জাবে চরম সতর্কতা

অমৃতসর :আজ  'ডেরা সাচা সৌদা' (ধর্মীয় সংগঠন )প্রধান গুরমিত রাম রহিম সিং-এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের মামলার রায় দেবে পাঞ্জাব ও হরিয়াণা আদালত।তাই, আগে থেকেই নিরাপত্তার কারণে 'ডেরা সাচা সৌদা' সদর কার্যালয় হরিয়াণাতে রাখা হয়েছে চরম নিরাপত্তার বেষ্টনীতে। এছাড়াও হরিয়াণা ও পাঞ্জাব জুড়ে দু'দিন ধরে জারী করা হয়েছে চড়ম সতর্কতা। আশঙ্কা,আদালতের রায়  রাম রহিমের বিরুদ্ধে গেলে, তাঁর প্রায় ৩৫ ০০০০ ভক্ত এলাকা জুড়ে তাণ্ডব চালাতে পারে।  এই মামলার জেরে অশান্তির আশঙ্কায় হরিয়াণা ও পাঞ্জাবের স্কুল কলেজগুলিকে ছুটি দেওয়া হয়েছে ২৪ ও ২৫ অগাস্ট । এদিকে, এই মামলাকে কেন্দ্র করে দলে দলে রাম রহিমের ভক্তরা ভিড় জমাচ্ছেন হরিয়াণাতে। উল্লেখ্য, ২০০২ সালে তত্‍কালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে গুরমিত রাম রহিমের বিরুদ্ধে ধর্ষণর অভিযোগ তুলে চিঠি লেখেন 'ডেরা সাচা সৌদা'-রই এক সাধিকা। তাঁর সঙ্গে সঙ্গে বাকি সাধিকারাও ধর্ষণের অভিযোগ তোলেন রাম রহিমের বিরুদ্ধে। সাধিকার দাবি ছিল পাঞ্জাবের রাজনৈতিক নেতারা  ক্রমাগত হুমকি দিয়ে তাঁকে রাম রহিমের বিরুদ্ধে যেতে মানা করে। তাই তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন বাধ্য হয়ে। এরপর, স্বতপ্রণোদিতভাবে মামলা ওঠে পাঞ্জাব ও হরিয়াণা হাইকোর্টে। সেখানে থেকে সিবিআই তদন্তের দাবি করা হয়।তদন্তের পর অবশেষে আজ ২০১৭ সালের ২৫ অগাস্ট রায় দিতে চলেছে আদালত।।