রেল দুর্ঘটনা: ইস্তফা রেল বোর্ডের চেয়ারম্যানের

রেল দুর্ঘটনা: ইস্তফা রেল বোর্ডের চেয়ারম্যানের

নয়াদিল্লি: দুর্ঘটনার জেরে ইস্তফা দিলেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান অশোক কুমার মিত্তাল। তিনি তাঁর পদত্যাগপত্র রেলমন্ত্রী সুরেশ প্রভুর কাছে পাঠিয়ে দিয়েছেন। উত্তরপ্রদেশের মুজফ্‌ফরনগরের খতৌলী রেল স্টেশনের কাছে শনিবারই ঘটে বড়সড় দুর্ঘটনা। মারা যান ২৩ জন। আহত হন ১৫৬। এর চারদিনের মাথায় আবার  অউরিয়ায় লাইনচ্যুত হল কৈফিয়ত এক্সপ্রেস।

প্রশ্ন উঠেছে এভাবে পর পর দুর্ঘটনার জেরে রেলের সুরক্ষা ব্যবস্থা নিয়ে। বিরোধী দলগুলি নিশানা করছে কেন্দ্রকে।মুজফ্‌ফরনগরে দুর্ঘটনার পর সুরেশ প্রভুর পদত্যাগ দাবি করেছিলেনপ্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব।

মুজফ্‌ফরনগরে  দুর্ঘটনার পর সাসপেন্ড করেছিল জুনিয়র ইঞ্জিনিয়ার, সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সিনিয়র ডিভিশন ইঞ্জিনিয়ারকে ।বদলি করা হয়েছিল উত্তর রেলওয়ে চিফ ট্রাক ইঞ্জিনিয়ারকে।

উল্লেখ্য, চারদিনের মধ্যে মুজফ্ফরনগরের পর এবার অউরিয়া,  উত্তরপ্রদেশে ফের ট্রেন দুর্ঘটনা। লাইনচ্যুত আজমগড় থেকে দিল্লিগামী কৈফিয়ত এক্সপ্রেসের দশটি কামরা। আহত হয়েছেন কমপক্ষে ৭৫ যাত্রী।

রেলসূত্রে খবর, রাত আড়াইটে নাগাদ, পাটা ও আচলদা স্টেশনের মাঝে রেল লাইনের উপর উল্টে পড়ে থাকা ডাম্পারকে ধাক্কা মারে কৈফিয়ত এক্সপ্রেস। এরপরেই লাইনচ্যুত হয় কামরাগুলি।

জানা গেছে,বালি নিয়ে আসছিল ডাম্পারটি ওই জায়গায় রেলের কাজের জন্য।প্রশ্ন উঠছে লাইনে একটি ডাম্পার উল্টে পড়ে থাকল অথচ , সেইখবর কেন ট্রেনের চালক ও গার্ডকে দেওয়া হলো না ?

দুর্ঘটনাস্থলে রেলের পদস্থ আধিকারিকদের যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।