কামারহাটি পুরসভায় মেধাবী পড়ুয়াদের জন্য মমতাশ্রী প্রকল্প
কামারহাটি পুরসভায় মেধাবী পড়ুয়াদের জন্য মমতাশ্রী প্রকল্প
এবার কামারহাটি পুরসভায় মেধাবী পড়ুয়াদের জন্য আর্থিক সহায়তা প্রকল্প চালু হতে চলেছে। কামারহাটি পুরসভার পক্ষ থেকে 'মমতাশ্রী' নামে এই প্রকল্প চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। কন্যাশ্রীর ধাঁচেই এই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে 'মমতাশ্রী প্রকল্প' । স্বভাবতঃ নাম উঠে এসেছে প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের। আর , শুরু হয়েছে বিতর্ক।
আগামী ৩ সেপ্টেম্বর পুরসভার উদ্যোগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সংবর্ধনা অনুষ্ঠানেই তাঁদের হাতে তু লে দেওয়া হবে 'মমতাশ্রী'। এই অনুষ্ঠানে মদন মিত্রেরও উপস্থিত থাকার কথা ।
কন্যাশ্রী স্বীকৃতি পেয়েছে বিশ্বের দরবারে। সেই কন্যাশ্রীদের সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠানটিকেই মুখ্যমন্ত্রীর নামে নামাঙ্কিত করা হবে। তাঁদের বৃত্তি দেওয়া হবে পাঁচ হাজার টাকা করে। মোট ১০ জন কৃতীর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।