আবার , রেল দুর্ঘটনা আহত ৫০
লখনউ : আবার , রেল দুর্ঘটনা। উত্তরপ্রদেশের ওরাইয়া জেলায় আজ ভোররাতে লাইনচ্যুত হয়ে যায় আজ়মগড়-দিল্লিগামী কৈফিয়ত এক্সপ্রেস। আহত হন ৫০ জন যাত্রী।রেল আধিকারিকরা জানিয়েছেন, ওচালডা ও পাতরা স্টেশন ছেড়ে যাওয়ার সময় ১৪ নম্বর গেটের কাছে একটি ডাম্পারের সঙ্গে ধাক্কা লাগে। কৈফিয়ত এক্সপ্রেসের ইঞ্জিন ও ৬টি বগি লাইনচ্যুত হয়ে যায়। তবে এই ঘটনায় কোনও প্রাণহানি হয়নি না ধরলেও আহত হয়েছেন জানা ৫০ যাত্রী। ঘটনাস্থানে দ্রুত রেল অ্যাম্বুল্যান্স পৌঁছে যায়। প্রাথমিক চিকিৎসাও করা হয় আহত যাত্রীদের।