ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে সন্দেহজনক বস্তুর দেখা মিলল

ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে সন্দেহজনক বস্তুর দেখা মিলল

ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে সন্দেহজনক বস্তুর দেখা মিলল

নয়াদিল্লি: আকাশপথে হামলার আশঙ্কা রয়েছে ,  কয়েকদিন আগেই নিরাপত্তা সংস্থাগুলি জানিয়েছিল তারপরেই রবিবার ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আকাশে পাইলটরা সন্দেহজনক বস্তুর দেখা পেলেন এর জেরে আতঙ্ক ছড়ায় নিরাপত্তারক্ষীরা পরে অবশ্য জানিয়ে দেন, কোন বিপদ নেই

রবিবার সকাল ১১.১৬ মিনিটে প্রথমে সন্দেহজনক বস্তুর দেখা পান চায়না এয়ারলাইন্সের একটি উড়ানের পাইলট। কুইক রেসপন্স এবং  সিআইএসএফ কম্যান্ডোটিমের সদস্যরা গোটা অঞ্চলে তল্লাশি চালান , কিন্তু কিছুই না মেলায় বিমানবন্দরের স্বাভাবিক কাজকর্ম শুরু হয়

দ্বিতীয়বার যায় সন্ধে .১০ মিনিটে। অবতরণের সময় এয়ার এশিয়ার একটি উড়ানের পাইলট ড্রোনের মতো একটি বস্তু দেখতে পেয়ে এটিসি-কে সতর্ক করেন । এটিসি এয়ারপোর্ট অপারেশনস কন্ট্রোল সেন্টারকে জানায় দিল্লি পুলিশ  সিআইএসএফকে ও  খবর দেওয়া হয়। ফের  বন্ধ থাকে বিমানবন্দর

ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আকাশে এর আগেও ২০১৫ সালের ২৭ ৩০ অক্টোবর এবং ২০১৬ সালের ২৭ জানুয়ারি, ১৩ মার্চ ৩১ মার্চ সন্দেহজনক বস্তুর দেখা পাওয়া গিয়েছিল।  ফের এই ঘটনা দেখা গেল