আগে দেশের তরুণরা চাকরি চাইতেন; এখন দিচ্ছেন-অমিত শাহ

আগে দেশের তরুণরা চাকরি চাইতেন; এখন দিচ্ছেন-অমিত শাহ

আগে দেশের তরুণরা চাকরি চাইতেন; এখন দিচ্ছেন-অমিত শাহ

সম্প্রতি প্রধানমন্ত্রীর কর্মসংস্থানের প্রতিশ্রুতি নিয়ে সরব হয়েছেন রাহুল গান্ধী। বৃহস্পতিবার শরদ ‌যাদবের সভায় রাহুল বলেন, প্রধানমন্ত্রী দেশে ‌যে ২ কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ করতে ব্যর্থ হয়েছেন।

রবিবার মধ্যপ্রদেশ সরকারের ‘মেধাবী বিদ্যার্থী ‌যোজনা’-র উদ্বোধনী অনুষ্ঠানে অনেকটা তারই উত্তর দিলেন অমিত শাহ। সেখানে তিনি বলেন, দেশে কর্মসংস্থানের ছবির বদল হচ্ছে। কেন্দ্র সরকারের স্টার্ট আপ ইন্ডিয়া ও স্ট্যান্ড আপ ইন্ডিয়া প্রকল্পের হাত ধরেই সেই বদল এসেছে। সরকারের লক্ষ্য দেশের ‌যুব সমাজকে শক্তিশালী করে তোলা। একসময় যাঁরা ছিলেন শুধুমাত্র কর্মপ্রার্থী, কেন্দ্রের ওই দুটি প্রকল্পের সাহা‌য্য নিয়ে তাঁরাই এখন চাকরি দিচ্ছেন।