স্ত্রী ক্যান্সারের রোগী। স্বামীর হাঁপানি। অবশেষে চরম পথ বেছে নিলেন

স্ত্রী ক্যান্সারের রোগী। স্বামীর হাঁপানি। অবশেষে চরম পথ বেছে নিলেন

  কালিয়াগঞ্জ : প্রায় পাঁচ দশক একসঙ্গে কাটিয়ে ছেন দু’জন। দুই ছেলে থেকেও নেই। অভাব নিত্যসঙ্গী থাকলেও, লড়াই করেছিলেন বুকচিতিয়ে। কিন্তু,   আর যেন পেরে উঠছিলেন না।
স্ত্রী ক্যান্সারের রোগী। স্বামীর হাঁপানি। অবশেষে চরম পথ বেছে নিলেন কালিয়াগঞ্জের সত্তরোর্ধ দম্পতি।
প্রতিবেশীদের দাবি, দুই ছেলে থাকলেও বৃদ্ধ মা-বাবাকে কেউই দেখতোনা। কোনওরকমে ভিক্ষে করে জুটত দু’মুঠো খাবার। অবসাদে ভুগছিলেন বৃদ্ধ ভাদু ও শ্যামলী পাল।
নিজে হাঁফানির রোগী। ভিক্ষে করে কীভাবে স্ত্রীর চিকিৎসা করাবেন ? আক্ষেপও  করেছিলেন প্রতিবেশীদের কাছে।অবশেষে , শনিবার বাড়ি থেকে বৃদ্ধ দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।