খুলে দেওয়া হলো মৌলভীবাজারের মাধবকুণ্ড জলপ্রপাত
মৌলভীবাজার (বাংলাদেশ) :প্রায় দুইমাস পর পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো মৌলভীবাজারের মাধবকুণ্ড জলপ্রপাত
রোববার সকালে বাংলাদেশের বিখ্যাত মাধবকুণ্ড ইকোপার্ক জলপ্রপাত পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় । সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, “অতিবর্ষণ ও পাহাড়ি ঢলে মাধবকুণ্ড ইকোপার্ক এলাকার টিলা ও রাস্তা বসে ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় গত ২২ জুন থেকে ইকোপার্ক ও জলপ্রপাত এলাকা পর্যটকদের জন্য বন্ধ রাখা হয়। ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করে রোববার সকাল থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে।” বন বিভাগের বড়লেখা রেঞ্জের সহযোগী রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস বলেন, মাধবকুণ্ড পর্যটন রেস্তোরা এলাকার ক্ষতিগ্রস্থ হওয়া অংশ সংস্কার করে সেখানে সিঁড়ি দেওয়া হয়েছে। এছাড়া টিলা ও জলপ্রপাতে নামার রাস্তার যে অংশ বসে গিয়েছিল সেখানে বালির বস্তা ফেলা হয়েছে।