হাসিনাকে হত্যার চেষ্টা: ফায়ারিং স্কোয়াডে ১০ জনের প্রাণদণ্ডের রায়
হাসিনাকে হত্যার চেষ্টা: ফায়ারিং স্কোয়াডে ১০ জনের প্রাণদণ্ডের রায়
ঢাকা : সতের বছর আগে গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ হাসিনাকে হত্যার চেষ্টার অভিযোগে দশ জনের প্রাণদণ্ডের রায় দিয়েছে আদালত।
ঢাকার বিচার ট্রাইব্যুনালের বিচারক মমতাজ বেগম রোববার এই রায় ঘোষণা করে বলেন, “হাই কোর্টে বিভাগের অনুমোদন সাপেক্ষে মৃত্যু না হওয়া পর্যন্ত নির্ধারিত পদ্ধতিতে গুলি করে ওই দশ আসামির দণ্ড কার্যকর করা হোক।” সতের বছর আগের এই ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলায় অন্য ১৩ জনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দিয়েছে আদালত।
মামলায় অভিযুক্ত ২৫ জনের মধ্যে হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নানের ফাঁসি আগেই কার্যকর হয়েছে অন্য একটি মামলায়। সেজন্য তার নাম এই মামলা থেকে বাদ দেওয়া হয়।
বিশেষ ক্ষমতা আইনের মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে নাশকতা ও গুরুতর অন্তর্ঘাতমূলক তৎপরতার অভিযোগ আনা হয়েছিল, যার সর্বোচ্চ শাস্তি ছিল মৃত্যুদণ্ড।
মুফতি হান্নান বাদে মামলার বাকি ১০ জনের মৃত্যুদণ্ড; একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা; তিনজনকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।