অভিমানে বাড়ি থেকে পালিয়ে ‘গণধর্ষিতা’ স্কুলছাত্রী
অভিমানে বাড়ি থেকে পালিয়ে ‘গণধর্ষিতা’ স্কুলছাত্রী
দক্ষিণ ২৪ পরগনা: মায়ের বকুনি, অভিমানে ঘর ছেড়ে ‘গণধর্ষিতা’ স্কুলছাত্রী। কিশোরীকে ঘুঁটিয়ারি শরিফে গণধর্ষণের অভিযোগ।পরিবারের দাবি, দিন দশেক আগে মেয়েকে পড়াশোনায় মন নেই বলে বকাবকি করে মা। অভিমানে বাড়ি ছাড়ে অষ্টম শ্রেণির ছাত্রী। দূর সম্পর্কের দিদির সঙ্গে যোগাযোগ করে চলে আসেন নিউ গড়িয়ায়।দিন কয়েক পর মায়ের জন্য মন খারাপ হলেও স্কুলছাত্রীকে বাড়ি ফিরতে বাধা দেয় ওই দিদি (পরিবারের অভিযোগ)। কান্নাকাটি করায় ঘুঁটিয়ারি শরিফ নিয়ে গেলেও বাড়ি না নিয়ে একটি ফাঁকা বাড়িতে রাখা হয় ।রবিবার রাতে সেখানেই সাবির মোল্লা ও নুর ইসলামনামে অভিযুক্ত দুই যুবক স্কুলছাত্রীকে ধর্ষণ করে। নির্যাতিতার দূর সম্পর্কের দিদি ও তার মা এবং অভিযুক্ত দুই যুবকে গ্রেফতার করেছে পুলিশ।