সারদা : জাল বিস্তৃত হল পুলিশ অফিসারের বিরুদ্ধে

সারদা : জাল বিস্তৃত হল পুলিশ অফিসারের বিরুদ্ধে

সারদা চিটফাণ্ড-কাণ্ডে এবার তদন্তের জাল বিস্তৃত হল পুলিশ অফিসারের বিরুদ্ধে। অভিযোগ, তদন্তের সময়ে তথ্য-প্রমাণ লোপাট করেছেন বর্তমান পুলিশ কমিশনার রাজীব কুমার, রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল সুরজিৎ কর পুরকায়স্থ ও মালদার পুলিশ সুপার অর্ণব ঘোষ ।যদিও সারদা তদন্তের সময়ে তাঁরা ভিন্ন পদে ছিলেন।তার জন্য সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনে নির্দেশ গেল খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধীনস্থ পার্সোনেল ও ট্রেনিং দফতর থেকে ।দফতরের আন্ডার সেক্রেটারি এসপিআর ত্রিপাঠি ভিজিল্যান্স কমিশনের সচিবকে লিখেছেন, পশ্চিমবঙ্গে সারদা কাণ্ডের তদন্তে তথ্য-প্রমাণ বিকৃত করার জন্য আইপিএস অফিসারদের বিরুদ্ধে সিবিআই তদন্ত চাইছেন তৃণমূলেরই সাসপেন্ডেড সাংসদ কুণাল ঘোষ। তিনিই জানিয়েছেন, গত জুন মাসে সাংসদ হিসেবে তিনি চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীকে। সেখানে যে সব পুলিশ সারদাকাণ্ডের তদন্ত বিকৃত করেছিলেন বলে অভিযোগ, তাঁদের নামই চিঠিতে উল্লেখ করেছিলেন কুণাল।রাজ্যের ইন্সপেক্টর ও সাব-ইন্সপেক্টর পদের অনেক অফিসারও সেই অভিযুক্তদের মধ্যে রয়েছেন বলে কুণালের দাবি।