দিব্যাঙ্ক ত্রিপাঠীর কন্যা সন্তান চাই না, তার কারণটি সবাইকে বিস্মিত করে তুলবে।
চন্ডিগড়ের নাইফ পয়েন্টে স্বাধীনতা দিবসের কর্মসূচির পর বাড়িতে ফিরে আসার সময়ে 1২ বছর বয়সী এক তরুণী ধর্ষণের শিকার হয়েছে, যা সবাই কে ঘৃণায়ে বিস্মিত করে তুলেছে। ভয়ঙ্কর খবরটি টিভি অভিনেত্রী দিব্যাঙ্ক ত্রিপাঠীকেও বিস্মিত করেছে। সহ-তারকা ভিভেক দাহিয়াকে বিবাহ করার পর তিনিও চন্ডিগড়েই থাকেন।